ভারতে শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ নবজাতকের মৃত্যু
- আপডেট সময় : ০১:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / ১৭১৫ বার পড়া হয়েছে
ভারতের দিল্লির এক শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ নবজাতকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থা আরও ৬ শিশুর। আজ এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার ওই শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আটটি দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।
এর আগে ভারতের গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জন মারা গেছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাজকোটের সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের শনাক্ত করা কঠিন। ইতোমধ্যে, গেমিং জোনের মালিকদের আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই শহরের সব গেমিং জোন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরও।