সেনা কর্মকর্তাকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, তা উদ্দেশ্য প্রণোদিত : সেনাপ্রধান
- আপডেট সময় : ০৭:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / ২৪০৬ বার পড়া হয়েছে
সম্প্রতি সেনা কর্মকর্তাকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা উদ্দেশ্য প্রনোদিত বলে জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ।
সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব এশিয়া-প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টার এর ১২তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপে উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এসময় তিনি
অসৎ উদ্দেশ্যে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে পাশাপাশি সঠিক সময়ে প্রতিবেদনটি ভুল প্রমাণিত করতে সেনাবাহিনী সক্ষম হবে বলেও জানান তিনি।অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত ডিফেন্স, মিলিটারি অ্যাটাশেগণ, ঊর্ধ্বতন সামরিক, আধা-সামরিক ও অসামরিক কর্মকর্তাসহ ২৬টি দেশের প্রায় ৫০ জন বিদেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।