পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে বন্যা ভয়াবহ রূপ ধারণ
- আপডেট সময় : ০২:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- / ১৬৪২ বার পড়া হয়েছে
ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে বন্যা ভয়াবহ রূপ ধারণ করছে। সীমান্তবর্তী ছয় উপজেলাসহ মোট সাত উপজেলায় পানিবন্দি প্রায় সাড়ে ৫ লাখ মানুষ। বিশেষ করে সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোলাপগঞ্জের অনেক এলাকা এখন বন্যাকবলিত।
সকাল ৬টা থেকে সিলেটের কানাইঘাট সুরমা পয়েন্টে বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর ১০ স্থানে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিয়ানীবাজারের গ্রামের পর গ্রাম। সারি ও বড়গাঁও নদী উপচে পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে। ডুবে গেছে ১ হাজার ৬৬০ হেক্টর আবাদি জমির ফসল। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বন্যাকবলিত মানুষের সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য খোলা হয়েছে ৫৪৭টি আশ্রয়কেন্দ্র। এরইমধ্যে কিছু আশ্রয়কেন্দ্রে লোকজন উঠেছে। বন্যার্তদের জন্য আপাতত হাজার বস্তা শুকনো খাবার, ৭৫ টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে সেনাবাহিনীকে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা দিতে গঠন করা হয়েছে ইউনিয়নভিত্তিক মেডিকেল টিম। বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। বাতিল করা হয়েছে সিলেট সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি।