ঈদুল আযহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- আপডেট সময় : ০৮:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ১৭৪২ বার পড়া হয়েছে
ঈদুল আযহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে ঈদযাত্রার কোনো টিকিট কাউন্টারে বিক্রি করা হচ্ছে না। শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। প্রথম দিনে দেয়া হচ্ছে ১২ জুনের টিকিট।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট দিয়ে ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হয়। পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু বেলা ২টায়।বেলা ১১টা পর্যন্ত বিক্রি হয় প্রায় ১৩ হাজার টিকিট। এসময় রেলওয়ের ওয়েবসাইটে হিট পড়ে প্রায় ৬০ লাখ। আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন ৩ জুন দেয়া হবে ১৩ জুনের, ৪ জুন ১৪ জুনের এবং ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের টিকিট। শেষ দিনে আগামী ৬ জুন ১৬ জুনের অগ্রিম টিকিট দেয়া হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, আন্তঃনগর ট্রেনে প্রতিদিন ৩৩ হাজার ৫০০ টিকিট দেয়া হচ্ছে। সার্ভারের সক্ষমতার চাইতে বেশি মানুষ টিকিট কাটার চেষ্টা করায়, কিছুটা বিড়ম্বনা হচ্ছে। তবে সার্বিকভাবে ঝামেলাহীন ভাবেই টিকেট কাটতে পারছেন যাত্রীরা বলেও জানান মাসুদ সারওয়ার।