দেশে আয়ের সঙ্গে সঙ্গতিহীনভাবে খাদ্য ব্যয় বাড়ছে : সিপিডি
- আপডেট সময় : ১০:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ১৬০৪ বার পড়া হয়েছে
দেশে আয়ের সঙ্গে সঙ্গতিহীনভাবে খাদ্য ব্যয় বাড়ছে বলে তথ্য দিচ্ছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য এখন বিলাসবহুল দ্রব্যে রূপান্তরিত হচ্ছে, যান শিকার সাধারণ মানুষ। রাজধানীতে আসন্ন জাতীয় বাজেট পর্যালোচনায় প্রতিষ্ঠানটির বিশেষ ফেলো ড. গোলাম মোয়াজ্জেম…. রাজস্ব আহরণের ফাঁকফোকর বন্ধ করার তাগিদ দেন। সরকারী কর্মকর্তাদের খাতে ব্যয় আরো কমিয়ে সামাজিক নিরাপত্তায় ও নিম্নবিত্তদের সুবিধা নিশ্চিতের তাগিদ প্রতিষ্ঠানটির।
আসন্ন বাজেটকে জনবান্ধব করতে রাজধানীর ধানমন্ডিতে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি।
বক্তারা বলেন, বেশকিছু চ্যালেঞ্জে দেশের অর্থনীতি বর্তমানে বেশ চাপে আছে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদী সংস্কার ছাড়া অর্থনীতিতে সুদিন ফেরানো অসম্ভব।
এখন দুর্বল ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করাই নীতিনির্ধারকদের প্রথম কাজ হওয়া উচিত বলেও মনে করেন ড. গোলাম মোয়াজ্জেম।