কোরবানির ঈদকে সামনে রেখে গরু হৃষ্টপুষ্ট করতে ব্যাস্ত সময় পার করছে কুষ্টিয়ার খামারিরা
- আপডেট সময় : ১১:১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
কোরবানির ঈদকে সামনে রেখে বরাবরের মতোই গরু হৃষ্টপুষ্ট করতে ব্যাস্ত সময় পার করছে কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক পরিবেশে বাড়ীতে বাড়ীতে পারিবারিক আদলে গরুকে লালন পালন করছেন তারা।
অন্যদিকে চুয়াডাঙ্গায় কোরবানি ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। কয়েক হাজার মওসুমি গরু পালনকারী সহ খামারিরা তাদের গরু মোটাতাজা করেছেন।
প্রচন্ড তাপদাহে মানুষের মত গরুকেও দিনে তিন থেকে চারবার পানি দিয়ে এমন ভাবে গোসল করাতে হচ্ছে। সাথে কাঁচা ঘাস, ছোলা, ডাল, ভুট্রা, সাবুদানা, খড়সহ নানা গোখাদ্য খাওয়াতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারীরা। প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত এসব গরু আসন্ন কোরবানীর ঈদের বিক্রি করবেন ভালো দামে। একেকটি গরুর দাম হাঁকাচ্ছেন ১০ থেকে ১২ লাখ টাকা করে।
খামারীরা যাতে গরু বিক্রি করে সঠিক দাম পায় সেদিকে লক্ষ রেখে অনলাইনের মাধ্যমে গরু বিক্রিসহ বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ।
চুয়াডাঙ্গায় দেশের বিখ্যাত ব্লাক বেঙ্গল জাতের ছাগলের পাশাপাশি যমুনা পাড়ি, রাম ছাগল, বারবারি, বিটল, পশমিনা পালন করা হয়। ইতিমধ্যে পশুহাটগুলোতে গরু- ছাগল বেচাকেনা শুরু হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা কোরবানি পশু কেনার জন্য চুয়াডাঙ্গায় অবস্থান করছে।
জেলার কোরবানির চাহিদা মিটিয়ে অতিরিক্ত প্রায় ৫০ হাজার গবাদিপশু জেলার বাহিরে বিক্রিয় করা যাবে বলে জানায় জেলা প্রাণীসম্পদ অফিস।
সট: ডাঃ শামিমুজ্জামান, জেলা প্রাণীসম্পদ অফিসের কৃত্রিম প্রজননের উপ-পরিচালক।
ভারতীয় গরু না আসলে এবার ভালো দাম পাবেন বলে প্রত্যাশা এখানকার খামারীদের।