শঙ্কা কাটিয়ে জয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
- আপডেট সময় : ০১:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
শঙ্কা কাটিয়ে জয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের। বোলারদের দাপটের দিনে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে টাইগাররা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ১২৪ তোলে শ্রীলঙ্কা। সমান তিনটি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। জবাবে তাওহীদ হৃদয়ের ঝড়ো ৪০ আর লিটন দাসের ৩৬ রানে ৬ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। একটা জয় কখনো কখনো জয়ের চেয়েও বেশি কিছু। এ যেমন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই জয়। বোলারদের দাপটের পর ঝড়ো ব্যাটিংয়ে সহজ ম্যাচ আরও সহজ করেছিলেন তাওহীদ হৃদয়। কিন্ত বাকিদের ব্যর্থতায় জেগে উঠল শঙ্কা। যদিও শেষ পর্যন্ত দৃঢ়তার পরিচয় দিয়ে বাংলাদেশকে জেতালেন মাহমুদউল্লাহ।
টি-টুয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি। টানা দুই ম্যাচ হেরে সুপার এইটে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ লঙ্কানদের জন্য। আর জয়ে সামনের ম্যাচগুলোর জন্য বড় প্রেরণা পেল বাংলাদেশ। ইনিংসের শুরুতেই দুঃস্বপ্ন ভর করেছিলো বাংলাদেশ শিবিরে। যার নেপথ্যে সৌম্য সরকার। শূন্য রানে ফিরে ১২৫ রানের লক্ষ্য পাহাড়সম করার চেস্টায় এই ওপেনার। এই তালিকায় আছেন অধিনায়ক নাজমুল শান্ত, তানজিদ তামিমও। দলীয় ২৮ রানে তিন টপ অর্ডারের বিদায়ে তখন ধুকছে বাংলাদেশ।
এরই মাঝে ব্যতিক্রম লিটন দাস, তাওহীদ হৃদয়। ৬৩ রানের জুটিতে শুধু লড়াই করেননি, বাংলাদেশের জয়ের ভীদ গড়ে দিয়েছেন তাওহীদ-লিটন। লিটনের চেয়ে আগ্রাসী তাওহীদ ছিলেন হৃদয়। ব্যাট করেছেন দু’শো স্ট্রাইকরেটে। ৪০ রানে তাওহীদ ফিরলে ভাঙ্গে এই জুটি। সঙ্গী হারিয়ে পথ হারিয়েছেন লিটনও, বন্দি ৩৬ এর ঘরে।।
সহজ ম্যাচ আবারও কঠিন হয়েছে সাকিব, রিশাদ আর তাসকিনের বিদায়ে। তবে পা টাইগারদের হরকাতে দেননি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। যার ১৬ রানের ইনিংসে বড় স্বস্তি বাংলাদেশ শিবিরে। বোলিংয়ে বাংলাদেশীদের দাপট। শুরুতে তাসকিন আহমেদের হাত ধরে আসে সাফল্য। কুশাল মেন্ডিসকে ১০ রানে ফেরান ঢাকা এক্সপ্রেস। শ্রীলঙ্কার ভাঙ্গে ২১ রানের উদ্বোধনী জুটি। টিকতে পারেননি কামিন্দু মেন্ডিস, টিকতে দেননি মোস্তাফিজুর রহমান। পাওয়ার প্লেতে লঙ্কানদের স্কোর ২ উইকেটে ৫৩। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই পাথুম নিশানকাকেও প্যাভিলিওনে পাঠান মোস্তাফিজ। দলীয় ৭০ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। আসালাঙ্কা-ডি সিলভার ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে লঙ্কানরা কিন্তু সে স্বপ্ন জল ঢেলে দেন রিশাদ হোসেন। ৯ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে কোনঠাসা করে দেন রিশাদ। মূলত তখনই শেষ হয়ে যায় তাদের চ্যালেঞ্জিং পুঁজির স্বপ্ন। মান বাঁচাতে লড়াই করেছেন বাকিরা। তাতে ৯ উইকেটে ১২4 রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। রিশাদের সমান তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান। বোলারদের দাপটে দিনে বিশ্বকাপে উড়ন্ত শুরু বাংলাদেশের।