আনার হত্যা: কলকাতার বাগজোলা খাল থেকে হাড় উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় এবার কলকাতার একটি খাল থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করেছে কলকাতা সিআইডি। সকালে কলকাতার বাগজোলা খাল থেকে এসব হাড় উদ্ধার করা হয়। তবে, উদ্ধার হওয়া হাড়গুলো সংসদ সদস্য আনারের কিনা তা এখনও স্পষ্ট নয়।
গ্রেফতারকৃত সিয়ামকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কলকাতা সিআইডি। সকালে সিয়ামকে নিয়ে ভাঙড়ের সাতুলিয়া এলাকার বাগজোলা খালে নামেন সিআইডির সদস্যরা। এরপর সিয়ামের দেয়া তথ্যানুযায়ী তল্লাশি চালিয়ে কিছু হাড়গোড় খুঁজে পান তারা। সিয়ামের দাবি এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের হাড়।
এর আগে, গ্রেফতার হওয়া জিয়াদ যেসব জায়গার কথা বলেন তার সঙ্গে সিয়ামের কথার মিল পায়নি সিআইডি। দুজনই বলেছেন ভিন্ন জায়গার কথা।উদ্ধার হওয়া হাড়গোড় ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।