আরবান হেলথ কেয়ার সার্ভিসের মেয়াদ একবছর বাড়ানোর প্রস্তাব
- আপডেট সময় : ০২:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ২১১৭ বার পড়া হয়েছে
নামমাত্র মূল্যে শহরের নারী ও শিশুর স্বাস্থ্য সেবা প্রদানকারী নগর মাতৃসদনের মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ১৯৯৮ সালে চালু হওয়া প্রকল্পটি আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা। ১৬ ধরনের সেবার মাধ্যমে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের অধীনে, স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে। অতিরিক্তি সচিব ও প্রকল্প পরিচালক আলাউদ্দিন খান জানান, গুরুত্ব অনুধাবন করে প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।
শহরে দরিদ্র নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন। সময় যতো যাচ্ছে, শহরমুখী জনস্রোত ততো বাড়ছে। কাজেই, অর্থনীতি স্থিতিশীল রাখতে শহরবাসী অসচ্ছল, শ্রমজীবী নারী ও তাদের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। ব্যয়বহুল বেসরকারি ক্লিনিক ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারের ভিড়ে দরিদ্রদের চিকিৎসা সেবা এখন বিলাসিতা। তবে, সেখানে আলো ছড়াচ্ছে নগর মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রগুলো।
স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলভারী প্রকল্পের অধীনে, পরিচালিত হচ্ছে নগর মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্র। ২০টি সাধারণ সজ্জা ও দুটি কেবিন বিশিষ্ট এই মাতৃসদনে বহিঃর্বিভাগে প্রতিদিন দুই শতাধিক রোগী আসে। অন্তঃর্বিভাগটি শুধু প্রসূতি মায়েদের জন্য। বহিঃর্বিভাগে চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ ছাড়াও অন্তঃর্বিভাগে পালাক্রমে ৪ জন চিকিৎসক সেবা দেন।
দ্রব্য মূল্যের উর্ধ্বগতির এই সময়ে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা অব্যাহত রাখার দাবি জানান সাধারণ রোগীরা।
৫০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে যে কেউ নির্ধারিত সেবা নিতে পারেন নগর স্বাস্থ্য কেন্দ্রে।
চলমান কার্যক্রম ভবিষ্যতে স্বল্প আয়ের মানুষকে স্বাস্থ্য সেবার সুবিধাভোগী হিসেবে আরও বেশি সম্পৃক্ত করবে। প্রজেক্ট ম্যানেজার জানান, নগর স্বাস্থ্য কেন্দ্রে ৭৩ শতাংশের বেশি নরমাল ডেলিভারি হচ্ছে।
প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব আলাউদ্দিন খান বলেন, ব্যয়বহুল চিকিৎসাকেন্দ্রের ভিড়ে শহরের দরিদ্র জনগোষ্ঠীর ভরসার জায়গা নগর স্বাস্থ্য কেন্দ্র। জাতীয় প্রয়োজনে চলমান স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
নগর স্বাস্থ্য কেন্দ্রে ৫০ টাকা ফি দিয়ে সাধারণ রোগীরা চিকিৎসক দেখাতে পারেন। নরমাল ডেলিভারি চার্জ ১২শ টাকা আর সিজারিয়ান ডেলিভারি চার্জ ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। পরিবার পরিকল্পনা সেবা ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা সম্পূর্ণ ফ্রি। লাল কার্ডধারীদের চিকিত্সা সেবা বিনা পয়সায় দেয়া হয়।