উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম : সিইসি
- আপডেট সময় : ০৮:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ না থাকায় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বিকেলে উপজেলা নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচনে এক তৃতীয়াংশ ভোট পড়েছে জানিয়ে তিনি বলেন, ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পড়লে আরো উৎসবমূখর হতো। উপজেলা নির্বাচনে কম ভোটার উপস্থিতি নিয়ে কমিশন সন্তুষ্ট কিনা- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোট আয়োজন ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। আর কেন্দ্রে ভোটার নেয়ার দায়িত্ব প্রার্থীদের। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ৫ম ধাপে ১৯টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিশনের দেয়া নির্দেশনা আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে পালন করায় ভোট সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ২ থেকে ৩ জন পোলিং অফিসারসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আর সহিংসতায় ৪ জন আহত হয়েছেন বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।