ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির হিসাব প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রিমালে সার্বিক ক্ষয়ক্ষতির হিসাব আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেন, ৯০ শতাংশ তথ্য পেয়েছেন তাতে ৭ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব পেয়েছেন।
সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি বিষয়ে বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ঢাকায় সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, এতে ঢাকা শহরের লাখ লাখ লোক আটকা পড়তে পারে। যদি ভূমিকম্প হয়, ভবনগুলো ধসে যায়, তাহলে সেগুলো পরিষ্কার করা ও মানুষকে উদ্ধারে ব্যাপকভাবে পরিকল্পনা গ্রহণ করেছেন। ভবিষ্যতে নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাইলে পুরো জাতিকে দুর্যোগের বিষয়ে সচেতন করতে হবে বলেও জানান মহিববুর রহমান।