কুরবানীর পশু পরিবহনের ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস চালু
- আপডেট সময় : ০৬:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানীর পশু পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে পরিচালনা করছে ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস। জামালপুর থেকে ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেনে করে পরিবহন করা হয় এসব কুরবানীর পশু।
কোন রকম ভোগান্তি খামারী ও প্রান্তিক কৃষকদের এসব পশু সহজে পরিবহনের বিষয়টি মাথায় রেখে রেলওয়ে চালু করেছে ক্যাটেল স্পেশাল ট্রেন। এই ট্রেন চালুর ফলে নিরাপদে ঢাকায় পশু নেওয়া হবে।ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানান শাহিন মিয়া জানান, বিকালে ও সন্ধায় জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে দুটি ক্যাটল ট্রেনে ২৫টি ওয়াগনে মোট ৪শ’টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। দ্বিতীয় ট্রেনটিতে আগামীকাল বৃহস্পতিবার ইসলামপুর ও মেলান্দহ থেকে ২৫টি, ওয়াগনে মোট আরো ৪শ টি গরু নিয়ে যাবেন ব্যবসায়ী, খামারী ও কৃষকরা।ইসলামপুর থেকে প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু পরিবহন করা যাবে।