সাফ জয়ী নারী ফুটবলার ইয়ারজান বেগমের সেমি পাঁকা বাড়ির উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের সদর উপজেলার সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপ জয়ী নারী ফুটবলার ইয়ারজান বেগমকে দেয়া সেমি পাঁকা বাড়ির উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় নির্মিত ঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।এসময় সাফজয়ী ফুটবলার ইয়ারজানের হাতে ঘরের প্রতিকী চাবি তুলে দিয়ে মিষ্টি মুখ করান জেলা প্রশাসক।এর আগে নারী ফুটবলার ইয়ারজানের জন্য জেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত বাড়ির ঘুরে দেখেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এসময় তিনি ইয়ারজান ও তার পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এদিকে নতুন বাড়ি পেয়ে উচ্ছসিত ইয়ারজান বেগমও।