ঈদ উল আজহাকে কেন্দ্র করে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান : পুলিশ মহাপরিদর্শক

- আপডেট সময় : ০৯:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ১৭৭২ বার পড়া হয়েছে
ঈদ উল আজহাকে কেন্দ্র করে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে এমন হুঁশিয়ারি দেন আইজিপি। তিনি বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।এছাড়া অজ্ঞান পার্টি, মলম পার্টির কোনো খবর বা তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।
ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে জমে উঠেছে কুরবানী পশুর হাট।
ঢাকার সবচেয়ে বড় পশুর হাট গাবতলীর হাটে এসেছে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যাপ্ত কোরবানির পশু। এরই মধ্যে বেচাকেনা ও শুরু হয়েছে পুরো দমে।
তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের ভিন্ন কথা।
রাজধানীর কোরবানির পশুরহাট শুরুর প্রথম দিনে গাবতলীর হাট পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে আইজিপি জানান, পশুরহাট কিংবা রাস্তায় চাঁদাবাজী হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বড় অংকের টাকা লেনদেনে প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়ার আহ্বানও জানান তিনি। এছাড়া অজ্ঞান পার্টি, মলম পার্টির কোনো খবর বা তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।