মোবাইল-ইন্টারনেট-ইলেকট্রনিক্স পণ্যে করারোপ করে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয় : নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০৯:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ১৬০৫ বার পড়া হয়েছে
বাজেটের নামে সরকার ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের জালে আটকে রেখে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আর বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মোবাইল ইন্টারনেট থেকে শুরু করে সব ইলেকট্রনিক্স পণ্যে করারোপ করে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয় । রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভার এসব কথা বলেন তারা।
রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য।
সভায় অংশ নেন, বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ সরকার বিরোধি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ।
আলোচনায় সরকার বিরোধী দলের নেতারা বাজেটের সমালোচনার পাশাপাশি বিভিন্ন অসংগতি তুলে ধরেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শৃঙ্খলা না থাকায় ব্যাংক থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।
আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেন, দিন দিন সমাজে বৈষম্য বাড়ছে।
বর্তমান সরকারের এমপি মন্ত্রীরা বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে চোরাচালানের সাথে জড়িত বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে জাতীয় প্রেসক্লাবে সামনে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনা প্রধান আজিজ আহম্মেদের গ্রেফতারের দাবিতে -প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণতন্ত্র ফোরাম।
সাবেক পুলিশ প্রধানের সরকারের সহযোগিতায় দেশত্যাগ করেছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার দেন তিনি।