এবারের ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে : কাদের
- আপডেট সময় : ০৮:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ১৬৬০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ ও ২২ জুন ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে। সড়কে চাপ থাকবেই, তবে রাস্তার জন্য যানজট হবে, এমন অবস্থা নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এই সরকারের সময়ে হয়েছে। এসময় তারেক জিয়াসহ বিএনপির টপ টু বটম দুর্নীতিবাজ বলে দাবি করেন ওবায়দুল কাদের।
স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফেরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, গত কয়েক বছরে ঈদ যাত্রায় স্বস্তি পাচ্ছে মানুষ। তবে বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। ২ দিনের দ্বিপক্ষীয় সফরে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যাচ্ছেন বলে জানান তিনি।
এক পর্যায়ে বিএনপির ইস্যু টেনে ওবায়দুল কাদের বলেন, ফখরুল নিজেই স্বাধীন নয়, তার দলে গণতন্ত্র নেই, সম্মেলনও হয় না।