নিত্যপণ্যের দামের উত্তাপে পুড়ছে বাজার
- আপডেট সময় : ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ১৭০০ বার পড়া হয়েছে
ঈদের আগে নিত্যপণ্যের দামের উত্তাপে পুড়ছে বাজার। ডিম, মাছ-মাংস, মশলাসহ সব নিত্যপণ্যের দামই ছুটছে উর্ধগতিতে। ঈদে যেসব পণ্যের চাহিদা বেশি, সেসবের দাম এরই মধ্যে দফায় দফায় বাড়িয়ে দেয়া হয়েছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, একদিনের ব্যবধানেই কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা। দাম বেড়েছে পেঁয়াজ-রসুন-আদাসহ সব ধরনের গরম মসলার। আদা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে আর পেঁয়াজের কেজি ১০০ টাকা।
কোরবানির ঈদের বাকি আর তিনদিন। এরই মধ্যে প্রিয়জনদের সাথে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। ঈদের মৌসুমে ঢাকার বাজারে ক্রেতা কমলেও রোজার ঈদে যেভাবে পণ্যমূল্য বেড়েছিল, কোরবানীতেও ঠিক একই ধারার পরিস্থিতি চলছে বাজারে। চড়া দরে বিক্রি হচ্ছে শাক-সবজি, ডিম, মাছ-মাংস, মশলাসহ প্রায় সব ধরনের পণ্য।
বাজার ঘুরে দেখা যায়, একদিনের ব্যবধানেই কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা, আর এক সপ্তাহের মধ্যে বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
তবে, ঈদে পণ্য পরিবহন সমস্যার কারণে দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। এদিকে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে।
নিত্যপণ্যের মাঝে চাল-ডাল, ভোজ্যতেল, আট-ময়দা, চিনি প্রভৃতির দাম উচ্চ দরে স্থিতিশীল থাকলেও পিয়াজ-আদা-রশুনসহ সব ধরনের মসলার দাম বেড়েছে লাগামহীন।
বাজারে সিণ্ডিকেট ভেঙ্গে সুশাসন প্রতিষ্ঠা এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকারের কঠোর ও দায়িত্বশীল হওয়া দরকার বলে মনে করেন অসহায় ক্রেতারা।