যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পবিত্র হজ
- আপডেট সময় : ১০:৫১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / ২০১৫ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পবিত্র হজ। ঐতিহাসিক আরাফাত ময়দানে দিনব্যাপী ইবাদত বন্দেগি আর খুতবা শোনায় মশগুল ছিলেন হাজীরা। খুতবায় বিশ্ব উম্মাহর ঐক্য ও শান্তি কামনাসহ নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। খুতবা দেয়ার আগে মসজিদে নামিরায় জোহর নামাজের বিশাল জামাতে ইমামতি করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি।
এ বছর হজের আরবি খুতবাটি বাংলাসহ ৫০টি ভাষায় শোনা গেছে। শুক্রবার মক্কা থেকে পাঁচ কিলোমিটার পূর্বে মিনার তাঁবুতে অবস্থান করেন হজযাত্রীরা। সেখানে ইবাদত বন্দেগিতে দিন ও রাত পার করেন তারা। শনিবার সাদা দুই টুকরা কাপড়ে শরীর ঢেকে হাজীরা মিনায় ফজরের নামাজ আদায়ের পর পবিত্র আরাফাতের ময়দানে আসেন। এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতি বুকে ধারণ করে মুসলিমরা সমবেত হন এই পবিত্র প্রান্তরে। দুপুরে জোহরের নামাজ পড়ে তারা দীর্ঘ খুতবা শোনেন। সারাদিন আরাফাতে কাটিয়ে সন্ধ্যায় তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেন। মুজদালিফার উন্মুক্ত প্রান্তরে আজ সারারাত কাটিতে ফজরের নামাজ পড়ে আবার মিনায় ফিরবেন হাজিরা। এরপর জামারায় শয়তানকে পাথর মেরে এবং ঈদের নামাজ পড়ে রোববার পশু কুরবানির পর মাথা মুণ্ডন করবেন। কুরবানির পর আরও দুইদিন মিনায় অবস্থান করে জামারায় পাথর মারবেন। এরপর মক্কায় ফিরে কাবাঘরে বিদায়ী তাওয়াফ করে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।