পটুয়াখালীর ২১ গ্রামে ঈদুল আযহা উদযাপন
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
মধ্য প্রাচ্যের আরবী তারিখের সঙ্গে মিল রেখে পটুয়াখলীর ২১ গ্রামের ২৫ হাজার মানুষ উদযাপন করছেন মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা। সকাল সাতটায় সদর উপজেলার বদরপুর দাওয়াতুল ইসলাম দরবার শরীফ ও ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া কলাপাড়ার ৭ গ্রামে, রাঙ্গাবালির ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে, দুমকির ২ গ্রাম ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে এসব গ্রামে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ।
স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে চাঁদ দেখার হাদিস অনুযায়ী বৈশ্বিক ভাবে আরবী তারিখের সঙ্গে মিল রেখে একযোগে ঈদ পালন করে আসছেন তারা।