আজ মিনায় বড় জামারায় পাথর নিক্ষেপ করবেন হাজিরা
- আপডেট সময় : ০২:১৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ১৬২৬ বার পড়া হয়েছে
আজ মিনায় বড় জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। আরাফাতের পর মুজদালিফা থেকে মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের ১০ জিলহজ পর্যায়ক্রমে তিনটি কাজ সম্পন্ন করতে হয
আজকের কার্যক্রম শুরু হয় মুজদালিফা থেকে। আরাফাতের ময়দান থেকে ফিরে এসে মুজদালিফায় অবস্থান করেন হাজিরা। হাজিরা মুজদালিফায় ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত দোয়া ও জিকির করবেন। এরপর তালবিয়া পাঠ করতে করতে মিনার পথে রওনা হবেন।যাবেন জামারাতে কঙ্কর নিক্ষেপের জন্য। মিনায় আসার পথে হাজিরা কঙ্কর সংগ্রহ করবেন। কেউ মুজদালিফা থেকে আবার কেউ মিনার পার্শ্ববর্তী অঞ্চল থেকে কঙ্কর সংগ্রহ করবেন। এরপর মিনায় গিয়ে বড় জামারায় সাতটি কঙ্কর নিক্ষেপ করবেন। এ দিন শুধু এই এক জামারায় কঙ্কর নিক্ষেপ করতে হয়। এরপর কোরবানি বা হাদির পর মাথামুণ্ডন করে ইহরাম খুলে ফেলবেন আজ।হজের সর্বশেষ ফরজ বিধান হলো তাওয়াফে জিয়ারত। একে তাওয়াফে ইফাদাও বলা হয়। ১০ জিলহজ ফজরের সূর্য উদয়ের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এ তাওয়াফ করা যায়। তবে যত তাড়াতাড়ি সম্ভব এ তাওয়াফ করে নেওয়াই উত্তম। তাই আজ কঙ্কর নিক্ষেপ শেষ হলে কেউ কেউ মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত করবেন।