পাহাড়ী ঢলে সিলেটের সীমান্তবর্তী তিনটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত
- আপডেট সময় : ০৪:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
তিন দিনের টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে সিলেটের সীমান্তবর্তী তিনটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ৪৩৭টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ।
ভোর ৪টা থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে। এরই মধ্যে তলিয়ে গেছে নগরীর অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ভারী বর্ষণে সিলেট মহানগরের এয়ারপোর্ট রোড তলিয়ে গেছে। পায়রা, বাগবাড়ি, যতরপুর, উপশহর, মেন্দিবাগ, হাউজিং এস্টেট, শামীমাবাদসহ নগরীর নদী তীরবর্তী অন্তত ১০টি ওয়ার্ডের অনেক সড়কে এখন হাঁটু পানি। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জলাবদ্ধ এলাকাগুলোর মানুষজন। আবহাওয়া অফিস জানিয়েছে, ২৪ ঘন্টায় সিলেটে ১৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জেলার সীমান্ত নদীগুলোর বিভিন্ন পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি উপজেলার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা সদর ও উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।