চামড়া পাচার রোধে সাতক্ষীরার সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা
- আপডেট সময় : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
সময়ের সাথে পাল্লা দিয়ে সব জিনিসের দাম বাড়লেও কমেছে কোরবানির চামড়ার দাম। অথচ একই সময়ে বেড়েছে জুতা-স্যাণ্ডেলসহ সব ধরনের চামড়াজাত পণ্যের মূল্য। চামড়ার পড়তি দরের পেছনে ট্যানারি মালিক সিণ্ডিকেটের কারসাজিরও অভিযোগ রয়েছে। ঈদের পর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে চামড়া পাচার রোধে সাতক্ষীরার ২৭৮ কিলোমিটার সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ও পুলিশসহ আইন-শৃখংলা বাহিনী।
বিশ্ববাজারে চামড়ার দাম বাড়লেও দেশের চামড়ার বাজার চীন কেন্দ্রিক ও প্রতিযোগিতাহীন। চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করছেন কোরবানীদাতা ও মসজিদ-মাদ্রাসা ভিত্তিক সিন্ডিকেট। সীমান্ত দিয়ে চামড়া পাচাররোধে বিজিবি ও পুলিশসহ আইন-শৃখংলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। সাতক্ষীরায় ২৭৮ কিলোমিটার সীমান্ত এলাকায় ৩০টি চোরাই ঘাট নিয়ন্ত্রণ করে একাধিক সিন্ডিকেট।
ট্যানারি মালিক সিন্ডিকেটের কাছে জিম্মি ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা। এমন অভিযোগ তাদের। ট্যানারি মালিকরা সময়মতো বকেয়া পরিশোধ না করায় এবারও সাতক্ষীরায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস নামার আশঙ্কা করছে ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা। চামড়া পাচার রোধে বিজিবির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, জানান পুলিশ সুপার। চামড়া যেন নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে জানান জেলা প্রশাসক।