টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
- আপডেট সময় : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে সুপার এইটে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের ব্রিজটাউনের কেনিংসটন ওভাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি যুক্তরাষ্ট্র। ৩ রানে হারায় ১ উইকেট। পরে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপের মুখে পরে ১৯ ওভার ৫ বলে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান করে অ্যারন জোন্সের দল। দলের হয়ে সর্বোচ্চ ১৬ বলে ২৯ রান করেন আন্দ্রিস গাউস। নীতীশ কুমারের ব্যাট থেকে আসে ২০ রান। স্বাগতিকদের হয়ে তিনটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও রোস্টন চেজ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও জনসন চার্লস। উদ্বোধনী জুটিতে করেন ৬৭ রান। হারমিত সিংয়ের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন চার্লস। পরে ওপেনার শাই হোপের ৩৯ বলে ৮২ ও নিকোলাস পুরানের ১২ বলে ২৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৫৫ বল হাতে রেখে সহজ জয় পায় স্বাগতিকরা।