সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দি লাখ মানুষ
- আপডেট সময় : ০৪:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দি লাখ লাখ মানুষ। এদিকে নদ-নদীর পানি কমে লালমনিরহাট ও কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানিতে তলিয়ে আছে নিম্নাঞ্চল।
সিলেটে পানি নেমে ভেসে ওঠতে শুরু করেছে বিভিন্ন উপজেলা ও নগরীর প্লাবিত রাস্তাঘাট, বাড়িঘর। এদিকে, পানি কমলেও ৪ পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। সরকারি হিসেবে সিলেটের বিভিন্ন উপজেলা ও নগরীর ২৩টি ওয়ার্ডে বন্যাকবলিত হয়েছেন সাড়ে ৯ লাখেরও বেশি মানুষ।
এদিকে, ভারতীয় উজনের ঢলে তিস্তা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা দোয়ানি ব্যারাজ পয়েন্টে পানি বিপদ সীমার নিচে থাকলেও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নষ্ট হয়েছে ফসলের ক্ষেত, ও ভেসে গেছে পুকুরের মাছ।
কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। নিম্নাঞ্চলে ঘরবাড়ী তলিয়ে থাকায় গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন উচু বাঁধে আশ্রয় নেয়া মানুষ ।
গত ৭ দিন থেকে নদ-নদী তীরবর্তী চর, দ্বীপচর নিম্নাঞ্চলের ২ হাজার হেক্টর জমির মৌসুমী সবজি, বাদাম ও পাট তলিয়ে থাকায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্মাঞ্চলে বন্যা পরিস্থিতি দীর্ঘ হচ্ছে।