চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেন চলাচলের সময় আরও এক মাস বাড়লো
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেন চলাচলের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। আগামী ২৪ জুলাই পর্যন্ত এই রুটে চলাচল করবে স্পেশাল ট্রেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
টানা ১২ দিন বন্ধ থাকার পর গত ১২ জুন চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে স্পেশাল ট্রেনটি চলাচল শুরু করে। প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এসে পৌঁছে। একই দিন সন্ধ্যা ৭টায় যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রামে গিয়ে পৌঁছে। গত এপ্রিলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেনটি চালু করেছিল রেল বিভাগ। পরে গত ২৯ মে ইঞ্জিন ও লোকো মাস্টার সংকটের কথা বলে স্পেশাল ট্রেনটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।