ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ট্রাকে চাপায় হাইওয়ে পুলিশের কনস্টেবল নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
- / ১৭২৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকে চাপায় হাইওয়ে পুলিশের একজন কনস্টেবল মারা গেছেন। সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম রবিউল ইসলাম। তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল করীম বলেন, রবিউল ইসলাম সম্প্রতি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগ দেন। সকালে থানার সামনে মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন রবিউল। সেসময় রাস্তা পার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে ট্রাকটি জব্দ করা হয়।