বন্যায় লালমনিরহাটে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে সৃষ্ট বন্যায় লালমনিরহাটে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে তিস্তা নদীর চর ও নিম্নাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ভেসে গেছে প্রায় অর্ধশতাধিক পুকুরের মাছ। সেই সাথে পানি কমার সাথে সাথে প্রতিনিয়ত ভাঙ্গনের কবলে পরে ফসলসহ বিলীন হচ্ছে একের পর এক জমি। এতে করে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকার মানুষগুলো। যদিও এবার স্থায়ী বন্যা হয়নি তবুও ক্ষতির পরিমাণ মোটেও কম নয়। এদিকে বন্যা পরবর্তী তিস্তা নদীর তীরবর্তী এলাকাগুলোর ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য কাজ করছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।