চলতি বন্যায় নি:স্ব হওয়ার পথে সুনামগঞ্জবাসী
- আপডেট সময় : ০৯:০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
- / ১৭২৪ বার পড়া হয়েছে
প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা সুনামগঞ্জে প্রতিবছরই হানা দেয় বন্যা। বিপদে পড়েন এ অঞ্চলের মানুষ। ২০২২ সালের প্রলয়ংকারী বন্যায় ক্ষতিগ্রস্ত হয় মানষের ঘরবাড়ি, রাস্তাঘাট,গৃহপালিত পশু, হাস-মুরগীর খামার, পুকুরের মাছ। চলতি বন্যায় নি:স্ব হওয়ার পথে সুনামগঞ্জবাসী। সুনামগঞ্জ জেলায় এ বছর আউশ ধানের আবাদ হয়েছিলো প্রায় ৭ হাজার ৬১৪ হেক্টর। বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় ১৭ শত ২৭ হেক্টর। গ্রীষ্মকালীণ শাকসবজির আবাদ হয় ৩ হাজার ৩৭৭ হেক্টর পানিতে তলিয়ে গেছে ৫৬৭ হেক্টর। জেলা মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, ১২ উপজেলার ৮৩টি ইউনিয়নের প্রায় ৮ হাজার ২১ টি পুকুরের ছোট-বড় মাছ বানের পানিতে ভেসে গেছে। ক্ষতি আনুমানিক প্রায় ৭২ কোটি টাকার।
বন্যায় সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন প্রায় ৮টি সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বন্যার পানির স্রোতে বা ঢেউয়ের আঘাতে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বিভিন্ন জায়গার ব্রিজ ও কালভার্টের এপ্রোচের বিভিন্ন অংশ ধসে গেছে। এগুলো দ্রুত সংস্কারে সরকার প্রয়োজন পদক্ষেপ নেবে বলে সুনামগঞ্জবাসীর প্রত্যাশা।