দুদকের পক্ষে দুর্নীতিবাজ রাঘব-বোয়ালদের বিচার নিয়ে টিআইবি’র সংশয়
- আপডেট সময় : ০৩:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের পক্ষে আলোচিত দুর্নীতিবাজদের বিচার করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখায়েরুজ্জামান। আর, মানবাধিকার কর্মী নুর খান বলেন, চাকরিকালিন গুম-খুন ও নির্যাতন করে ভয়ানক পরিস্থিতির মাধ্যমে লুটপাট করে অঢেল সম্পদের মালিক বনে গেছেন দুর্নীতিবাজ কর্মকর্তারা। আইন বহির্ভূত এসব কর্মকান্ড সরকারের মদদে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসএ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। পুলিশ সার্ভিস এসোসিয়েশেনর পাঠানো সতর্কবার্তা দুর্নীতিবাজাদের সুরক্ষার অপচেষ্টা বলেও মত দেন এই দুই বিশিষ্টজন।
পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের অবৈধ অঢেল সম্পদ অর্জনের খবর দেশজুড়ে আলোচনায়। এর রেশ কাটতে না কাটতে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিদেশ গমন আরেকটি আলোচনার জন্ম দেয় ।
এর মাঝে ১৫ লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাক লাগিয়ে দেয় আলোচিত এনবিআর ট্রাইব্যূনালের চেয়ারম্যান মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান তৌফিকুর রহমান।
এসব নিয়ে তোলপাড় সমাজিক যোগাযোগ মাধ্যমে। বিতর্কিত সরকারী একাধিক শীর্ষ কর্মকর্তার সম্পদের খোঁজে অনুসন্ধান চালায় দুর্নীতি দমন কমিশন-দুদক। অনুসন্ধানে উঠে আসে পাহাড়সম সম্পদের খবর।
অবৈধ সম্পদের পাহাড় গড়ার তথ্যে কিছুটা বিব্রত সরকার। সরকারে দুর্নীতিতে জিরো ট্রালারেন্স নীতিতে বাস্তবায়ন করলেও মানবাধিকারকর্মীরা বলছেন, এসব দুর্নীতি হয়েছে সরকারের মদদেই। দায়িত্ব পালনকালে ঘুম, খুন, গ্রেফতার ও নির্যাতন করে ভয়ানক পরিস্থিতির মাধ্যমে বিপুল সম্পদ গড়েছেন।
আর টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, যারা দুর্নীতি প্রতিরোধ করবেন, তারাই দুর্নীতিতে জড়িয়েছেন। বেনজীরের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, অপরাধ দমনের কৌশল জানা থাকায় তা অবৈধ সম্পদ অর্জনে কাজে লাগান তিনি।
দুর্নীতি রূখতে প্রশাসনসহ বিভিন্ন খাতে শুর্দ্ধি অভিযানের পরার্মশ দেন মানবাধিকারকর্মী নুর খান। আর এসব রাঘব বোয়ালদের বিচার করা নিয়ে সংশয় জানান ড.ইফতেখারউজ্জামান।
গণমাধ্যমেকে সতর্ক করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো বিবৃতিকে অসাংবিধানিক উল্লেখ করেন তানা বলেন,এমন বিবৃতি দুর্নীতিবাজ ব্যক্তির দায় পুরো বাহিনীর ওপর নেয়ার অপকৌশল।