রাসেলস ভাইপার আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে পদ্মা তীরবর্তী মানুষ
- আপডেট সময় : ০৫:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৭২১ বার পড়া হয়েছে
দেশব্যাপী রাসেলস ভাইপার সাপের প্রচার-প্রচারণা বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় এই সাপ নিয়ে রয়েছে নানা তথ্য।এক মাস যাবৎ বিষধর রাসেলস ভাইপারের অবাধ বিচরণ লক্ষ করা গেছে মুন্সীগঞ্জের নদী তীরবর্তী শ্রীনগর, লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদীর কোল ঘেষা গ্রামগুলোতে। এতে আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে পদ্মা পারের হাজারো মানুষ। চরম ঝুঁকিতে রয়েছে শিশুরাও।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাসেলস ভাইপার আতঙ্কে পদ্মা নদী তীরবর্তী এলাকার মানুষ। একের পর এক বিষাক্ত সাপের দেখা মিলছে উপজেলার বিভিন্ন এলাকায়। এই অজুহাতে প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে সাপ পিটিয়ে মারার খবর আসছে।
লৌহজংয়ের ঘোড়দৌড় বিজ্রের নিচে বসবাসকারী ৬০ বছর বয়সের তারু বেদে প্রায় এক বছরে ৩১টি রাসেলস ভাইপার সাপ ধরেছেন। ২টি বন বিভাগের কাছে হস্তান্তর করলেও বাকিগুলো তিনি পিটিয়ে মেরেছেন।
উপজেলা প্রসাশন থেকে জানানো হয়, সাপের উপদ্রপ বাড়লেও ঘটেনি মৃত্যুর কোন ঘটনা। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ এন্টিভেনম রয়েছে।প্রস্তুত রয়েছে রিস্ককিউ টিম ।
সট : মো:জাকির হোসেন,লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুন্সীগঞ্জ।
২০১৯ সালে প্রথমবার এই জেলায় ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা উপজেলার মালিরঅংক গ্রাম থেকে ৪ ফুট দৈর্ঘ্যের একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করে।