বিশ্বকাপ ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি
- আপডেট সময় : ১০:৫৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৭৫২ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ শুরু হয়েছে। শিরোপার মঞ্চে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয়েছে দু’দলের মহারণ।
ধারাবাহিকতা ধরে রেখেই ফাইনালে এসেছে দু’দুল। আসরে অপরাজিত দলও তারাই। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোন ম্যাচ না হেরে ফাইনালে এসেছে দু’দল। তাই জমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে আরও একবার ভীতি ছড়াতে তৈরী রোহিত শর্মা-বিরাট কোহলি-সূর্য্যকুমাররা। বোলিংয়েও জাশপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজরা আছেন দুর্দান্ত ফর্মে। অন্যদিকে, ইতিহাসে প্রথমবার শিরোপা জয়ের মিশনে ছেড়ে কথা বলবে না দক্ষিণ আফ্রিকাও। বল হাতে পুরো আসরে দাপট দেখিয়ে প্রোটিয়ারা বোলাররা।ফাইনালেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কাগিসো রাবাদা-এনরিখ নোকিয়ারা। টি-টুয়েন্টিতে এখন পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে দু’দল। ১১ হারের বিপরীতে ১৪ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভারত।