আরও শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণিঝড় ‘বেরিল’
- আপডেট সময় : ০২:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ২৩৭৩ বার পড়া হয়েছে
আরও শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণিঝড় ‘বেরিল’। এরইমধ্যে, ক্যাটাগরি ৪-এ পৌঁছানো ঘূর্ণিঝড়টিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। কারণ, মাত্র ৪২ ঘণ্টার মধ্যে এটি প্রবল আকার ধারণ করেছে।
এদিকে, ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলের কাছে পৌঁছে গেছে এবং স্থানীয়দের নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছে। ঘূর্ণিঝড় সতর্কীকরণ এলাকায় যেখানে মূল অংশটি আছড়ে পড়তে পারে, সেখানে এবং তার কাছাকাছি উপকূলীয় অঞ্চলে ৬ থেকে ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের সতর্কতাসহ স্থানীয় বাসিন্দাদের ঝড়ের ‘বড় প্রভাবের’ জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হয়েছে। ক্যাটাগরি ৩ হারিকেনে রূপ নিয়ে ‘রেকর্ড’ গড়ে বেরিল। হারিকেন এবং ঝড়-জলোচ্ছ্বাস বিশেষজ্ঞরা বলছেন, বেরিল এই অঞ্চলে বছরের এই সময়ের জন্য অত্যন্ত বিপজ্জনক হারিকেন। আঘাত হানার আগেই এটি ভয়াবহ হয়ে উঠেছে। ঘূর্ণিঝড় বেরিল বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইনস, গ্রেনাডা, মার্টিনিক, টোবাগো ও ডোমিনিকাসহ গোটা ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এরই মধ্যে এসব দেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।