প্রবল বৃষ্টিতে ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা
- আপডেট সময় : ০২:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
প্রবল বৃষ্টিতে ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গঙ্গা সংলগ্ন এলাকাগুলোতে সরকারিভাবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়েছে গঙ্গার পানি। কোথাও কোথাও রাস্তায় উঠে এসেছে গঙ্গার পানি কোথাও আবার তা ছুঁয়ে ফেলেছে বিপদসীমা। গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে বন্যার পানিতে ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে গাড়ি, ঘরবাড়িসহ বহু আসবাবপত্র। আগামী দিনে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেহরাদূন, উধমসিংহনগর, নৈনিতালে ২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে দিল্লী আবহাওয়া অফিস। প্রশাসনের তরফ থেকে সাধারণ নাগরিক ও পর্যটকদের ওই ধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। গঙ্গায় না নামার জন্যও পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানানো হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে পানি বেড়েছে তিস্তা ভারতের পূর্বাঞ্চল সিকিমেও। সিকিমের ১০ নম্বর জাতীয় সড়কে ব্যাপক ধস নামায় অন্য রাজ্যের সাথে সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিস্তা সংলগ্ন পশ্চিমবঙ্গের একাধিক জেলার নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।