`কোনো অবস্থাতেই বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল যেতে দেয়া হবে না’
- আপডেট সময় : ০৭:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ১৭০৬ বার পড়া হয়েছে
কোনো অবস্থাতেই বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। আর দলটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দুর্নীতিবাজদের কাঁধে ভর করে সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন তারা।
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা। দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান বিএনপির নব নিযুক্ত ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সই , দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে গণতন্ত্র ফোরাম। কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। আইনের শাসনের নামে দেশে বিরোধী দলের উপর দমন পীড়ন করেছে আওয়ামী লীগ সরকার বলেও অভিযোগ করেন তিনি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান জয়নুল আবেদীন ফারুক।