কাল যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আগামীকাল। এতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে। তবে বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে, নির্বাচনে রেকর্ড ব্যবধানে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি।
যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট আসন ৬৫০। সার্ভেশনসের সেন্ট্রাল সিনারিওর তথ্য অনুযায়ী, লেবার পার্টি ৪৮৪ আসনে জয় পেতে পারে। যা দলটির সাবেক নেতা টনি ব্লেয়ারের আমলের ৪১৮টি আসনে জয়ের থেকেও বেশি। ১৪ বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে কনজার্ভেটিভ পার্টি। পূর্বাভাসে বলা হচ্ছে, ক্ষমতাসীন দলটি মাত্র ৬৪ আসনে জয় পেতে পারে। যা হতে পারে দল প্রতিষ্ঠার পর সর্বনিম্ন আসনে জয়। যুক্তরাজ্যে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছরের। গতবারে, অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়েছিল কনজার্ভেটিভ পার্টি। এই দলের নেতৃত্ব দিচ্ছেন ৪৪ বছরের ঋষি সুনাক।