সর্ববৃহৎ চালের মার্কেট দিনাজপুর বাহাদুর বাজারে আবারো বাড়ছে চালের দাম
- আপডেট সময় : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ১৭০৫ বার পড়া হয়েছে
সর্ববৃহৎ চালের মার্কেট দিনাজপুর বাহাদুর বাজারে আবারো বাড়ছে চালের দাম। প্রকারভেদে বস্তা প্রতি বেড়েছে ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। আড়ৎদাররা বলছেন, মিল মালিকদের সিন্ডিকেট দাম বাড়িয়েছে চালের। তারা দিনাজপুর থেকে চাল নিয়ে অন্য জেলায় মজুদ করছে। উত্তরাঞ্চলের সবচেয়ে বৃহৎ চালের বাজার বাহাদুর বাজারের দৃশ্য এটি। সারি সারি বস্তায় ভরপুর চালের মার্কেট। বাজারে যোগানের কোন ঘাটতি না থাকা সত্ত্বেও বাড়ছে চালের দাম। আড়ৎদাররা বলছে খুচরা বাজারে চালের বেচা বিক্রি খুব কম তবে মিলগুলোতে চালের বিকি কিনি বেশ সরগরম। এই জেলা থেকে চাল নিয়ে মিল মালিকরা বিভিন্ন জেলায় মজুদ করছে চাল
এদিকে ক্রেতারা বলছে বাজারে সবকিছুর দাম বাড়তির দিকে। সেই সাথে চালের বাজারে উর্ধ্বগতি এজন্য বেশ বেকায়দায় পড়েছেন তারা । এদিকে চালকল মালিক সমিতির কেন্দ্রীয় এই নেতারা জানালেন ,এ সময়ে চালের দাম বৃদ্ধির বিষয়টি তাদের কাছে বোধগম্য নয়। ধানের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি অপ্রত্যাশিত। বিষয়টি খতিয়ে দেখে মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের।