আজ সারা দেশে শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবিতে সারা দেশে এবার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল ৩টায় সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। গত ৫ জুন কোটার পরিপত্র বাতিলের রায়ের পর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। ১ জুলাই থেকে চলছে টানা আন্দোলন। শিক্ষার্থীদের দাবি, ২০১৮ সালে কোটা ব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল করতে হবে। এর বাইরে কোটা ব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে আগের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করতে হবে। শিক্ষার্থীরা বলছেন, কমিশনের মাধ্যমে দ্রুত সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে।