‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অধীনে বিক্ষোভ ও শাহবাগ মোড় অবরোধ
- আপডেট সময় : ০৯:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ১৯২২ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিলসহ চার দফা দাবিতে ফের শাহবাগ অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অধীনে বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
“এক দফা এক দাবি-কোটা নট কামব্যাক” “কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক” প্রভৃতি স্লোগানে ফের মুখরিত রাজধানীর শাহবাগ মোড়।
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে টিএসসি ঘুরে শাহবাগ মোড়ে এসে জড়ো হন আন্দোলন কারী শিক্ষার্থীরা।
পরে বৈষম্য বিরোধী স্লোগান আর জাগরণী গানে মুখর হয়ে উঠে শাহবাগ মোড়ের চারপাশ।
সরকারী চাকরির ৫৬ শতাংশই বিভিন্ন কোটার নামে নিয়োগের প্রতিবাদ জানিয়ে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।
এদিকে, অবরোধের কারণে শাহবাগের আশেপাশের বিভিন্ন রাস্তায় বাস, অটোরিকশা ও প্রাইভেটকার আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন অনেকেই।