বন্যায় ডুবে গেছে গাইবান্ধার অন্তত ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৭:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
গত ক’দিনের বন্যায় ডুবে গেছে গাইবান্ধার চারটি উপজেলার অন্তত ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান। সাময়িকভাবে বন্ধ রয়েছে পাঠদান। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রতিষ্ঠানগুলো উঁচু স্থানে করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের।
চারিদিকে বেড়েই চলেছে পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান। এতে সাময়িকভাবে বন্ধ রয়েছে গাইবান্ধার চার উপজেলার ৭০টি শিক্ষা প্রতিষ্ঠান। এরইমধ্যে গাইবান্ধা সদরে ১৭টি, ফুলছড়িতে ২১টি সাঘাটায় ২১টি ও সুন্দরগঞ্জে ১১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বন্যার পানি থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষায় উঁচু জায়গায় নির্মাণের দাবি স্থানীয়দের। পানি কমে যাওয়ার সাথে-সাথে শিক্ষাপ্রতিষ্ঠান চালুসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা। পানি নেমে গেলে ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত মেরামতের আশ্বাস স্থানীয় এমপি’র। বন্যার কারণে যাতে শিক্ষার্থী ঝরে না পড়ে সেদিকে নজর রাখার আহ্বান মাহমুদ হাসান রিপনের।