ভারত থেকে আমদানি বন্ধ হওয়ায় পাবনায় বেড়েছে পেঁয়াজের দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ১৭০৪ বার পড়া হয়েছে
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় প্রতিমনে বিক্রি হচ্ছে ৩ হাজার ৮শ থেকে ৪ হাজার টাকা । স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা স্বীকার করেছেন সিন্ডিকেটই পেঁয়াজের বাজার ওঠানামা করার জন্য দায়ী। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরের পর সিন্ডিকেটের ইশারাতেই হঠাৎ দাম বেড়েছে । কৃষি বিভাগের তথ্যমতে, দেশের মোট পেঁয়াজ উৎপাদনের ২৬ থেকে ৩০ ভাগ পেঁয়াজ উৎপাদন হয় পাবনায়। কিন্ত পেঁয়াজের রাজধানী খ্যাত সেই পাবনার হাট বাজারে পেঁয়াজের দাম ওঠানামা করে সিন্ডিকেটের ইশারায়।