গরুর শরীরে এলএসডি নামে এক ধরনের ভাইরাসের সংক্রমণ
- আপডেট সময় : ১২:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ২০১৭ বার পড়া হয়েছে
শেরপুরে গরুর শরীরে লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি নামে এক ধরণের ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বন্যার সময়ে গরুর এই রোগ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে উঠেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক খামারিরা। রোগ প্রতিরোধে সচেতনতা মূলক সভা করে যাচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ।
রোগে আক্রান্ত গরু-বাছুর হঠাৎ খাওয়া বন্ধ করে দিয়ে শুরু করে কাঁপতে। দেহে তৈরি হয় গুটি গুটি হয়ে ফোলা। সৃষ্টি হয় ক্ষতের। তার ঝিমিয়ে পড়ে খাবার ছেড়ে দেয়। এতে মারা যাচ্ছে গরু-বাছুর ও ষাঁড়। বন্যার এ সময়ে রোগটি হওয়ায় দূর্ভোগ বেড়ে গেছে; জানালেন কৃষকরা।
সরকারি চিকিৎসকদের দেখা নেই; অভিযোগ ভুক্তভোগীদের।
মশা মাছি থেকে এ রোগ ছড়ায়, এজন্য কৃষকদের সচেতনতা বাড়াতে সভা সেমিনার করা হচ্ছে; জানালেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা।
গতবছরের তুলনায় এবার সংক্রমণ কম বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা
গরু-ছাগল পালনকারীদের তথ্যনুযায়ী, ইতোমধ্যে জেলার গরু-বাছুর ও ষাঁড়সহ অন্তত ৫০টি প্রাণী এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।