আন্দোলনরত শিক্ষার্থীদের বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা

- আপডেট সময় : ০১:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ১৬৬২ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু হয়েছে। গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে এই গণপদযাত্রা শুরু হয়। এর আগে বেলা ১১টার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বড় কিছু মিছিলও দেখা যায়। গণপদযাত্রার উদ্দেশ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ ও মৎস্য ভবন হয়ে বঙ্গভবনের দিকে যায়। গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এদিকে..ঢাকায় এই কর্মসূচির পাশাপাশি সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে ইতোমধ্যেই জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ে যৌক্তিক ও গঠনমূলক সমাধানের জন্য যতগুলো পথ প্রয়োজন, তার সবই অবলম্বন করবেন তারা।