জাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা
- আপডেট সময় : ১১:২৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ২১৮৯ বার পড়া হয়েছে
স্লোগান দেয়াকে কেন্দ্র করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর। রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এ হামলার জেরে পরে পদত্যাগ করেছেন ওই হলের প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার।
স্লোগান দেয়ার কারণে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘ডাইনিং হলে নিয়ে জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোন চেক করা হচ্ছে—এমন খবরে একটি প্রতিবাদী মিছিল নিয়ে রাত সাড়ে ১১টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে যান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বৈঠকে বসেন হলের প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার। রাত সোয়া ২টার দিকে মিছিল আবার রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন এবং মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করেন আন্দোলকারীরা। এ সময় ছাত্রলীগ কর্মীরা হলে ঢুকে গেটে তালা আটকে দেয়। এর আগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জানান শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চট্টগ্রামে বিক্ষোভে হামলা করেছে ছাত্রলীগের কমীরা। এতে আহত হয় দুজন। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।