দুর্ভোগ নিয়ে চলছে দিনাজপুর পৌরসভা
- আপডেট সময় : ০৩:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৬৪২ বার পড়া হয়েছে
২৪ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ১৮৬৯ সালের পহেলা এপ্রিল গঠিত হয় দিনাজপুর পৌরসভা। কালের পরিক্রমায় এটি প্রথম শ্রেণীতে উন্নীত হয় ১৯৯০ সালে। এই পৌরসভার ১৫৫ বছরের পথচলা শুধুই অবহেলা আর বঞ্চনার। অন্যসব নগরের মতোই নানা দুর্ভোগ নিয়ে চলছে পৌরসভা। আগামী ডিসেম্বরের মধ্যে দুর্ভোগ লাঘব হবে বলে জানালেন নগর মেয়র। জেলার সর্বোচ্চ কর্তার কার্যালয়ে। নয়নাভিরাম জয়বাংলা গেট। কার্যালয় প্রাঙ্গণে ঝর্ণাধারা, টিউব বাতি শোভা বর্ধনের গাছপালা। কিন্তু মুদ্রার উল্টো দিকটা ঠিক এর বিপরীত। সারি সারি অটো রিকশার যানজট, খানাখন্দে ভরা রাস্তা, শহরের মূল বাণিজ্যিক কেন্দ্র বাহাদুর বাজারের কাঁদাযুক্ত রাস্তা, কৃষি মার্কেটের করুণ অবস্থা সব মিলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা।
চলার অযোগ্য হয়ে গেছে শহরের প্রতিটি রাস্তা, অল্প বৃষ্টিতেই ডুবে যাচ্ছে রাস্তাঘাট, ভাঙছে অটোরিকশা যন্ত্রাংশ। পৌর শহরের ১৭৫ কিলোমিটার রাস্তার মধ্যে যে ১২২ কিলোমিটার পাকা রাস্তা তাও চলাচলের অযোগ্য হয়ে গেছে। এখনো কাঁচা রাস্তা রয়ে গেছে ৫৩ কিলোমিটার তাই এক কথায় চরম দুর্ভোগে পৌরবাসী
ইতিপুর্বে যারা দায়িত্বে ছিল তাদের চরম অবহেলায় পৌরসভার এই বেহাল অবস্থা। এছাড়াও রয়েছে প্রকল্প পাশ হতে অনেক সময় ব্যয় হয়। আগামী ডিসেম্বর দুর্ভোগ অনেকটা দূর হলে হবে জানালেন নগরের শীর্ষ কর্মকর্তা। শুধু আশ্বাস নয় আশ্বাসের প্রতিফলন দেখতে চায় প্রায় ২ লাখ পৌরবাসী।