কোটা বিরোধী আন্দোলনে সহিংসতা এড়াতে বগুড়ায় বিজিবির টহল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৭০২ বার পড়া হয়েছে
কোটা বিরোধী আন্দোলনে সহিংসতা এড়াতে বগুড়ায় তিন প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। সকাল থেকে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বিজিবি।
বগুড়া শহরের নবাববাড়ি এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে বিজিবি ও পুলিশ মোতায়ন করা হয়েছে। বিএনপির নেতা কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দিয়েছে।এছাড়াও শহরের কেন্দ্রস্থল সাতমাথা আওয়ামী লীগ ও রাজনৈতিক অফিসগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।এদিকে, মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা আওয়ামী লীগ, কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। অন্যদিকে, বগুড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোন ক্লাস হয়নি। সকালেই বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছে।