সারাদেশে আজ কমপ্লিট শাটডাউন
- আপডেট সময় : ১০:৩৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
সারাদেশে আজ কমপ্লিট শাটডাউন অর্থাৎ–সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এছাড়া রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলেও জানানো হয়।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, রেব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে। দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
একই সঙ্গে অভিভাবকদেরও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলা হয়–এই লড়াই শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।