গাইবান্ধায় কারফিউতে দোকান বন্ধ থাকায় বিপাকে নিম্ন আয়ের মানুষ

- আপডেট সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
- / ১৬৬১ বার পড়া হয়েছে
কারফিউর মাঝে ফুটপাতে দোকান বন্ধ থাকায় বিপাকে হকার, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ। প্রতিদিনের আয়ের উপর নির্ভর রিক্সাচালকরা পড়েছেন যাত্রী সংকটে। ফলে মানবতর জীবনযাপন করতে হচ্ছে দরিদ্রদের। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে বলে জানান হকাররা।
সহিংস আন্দোলন থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় শুক্রবার রাতে কারফিউ জারি করে সরকার। পরের দিন ঘোষণা করা হয় সাধারণ ছুটি। ফলে একেবারেই সীমিত হয়ে পড়ে সাধারণ মানুষের চলাচল। বন্ধ হয়ে যায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে ফুটপাতে ব্যবসা করা হকার, দিনমজুর, রিক্সা চালক ও শ্রমজীবীরা। এক সপ্তা সব বন্ধ থাকায় তাদের সংসার চালানোয় এখন কষ্টকর হয়ে পড়েছে। অনেকের বাড়তি চিন্তা এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়েও। জেলা শহরের পুরান বাজার, শনিমন্দির এবং পার্ক এলাকায় শত-শত হকার ব্যবসা করে। কয়েক হাজার শ্রমিক ও রিক্সাচালক আছেন এ শহরে। এদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য।