জামালপুরে প্রায় দুসপ্তাহ ধরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের

- আপডেট সময় : ০২:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
জামালপুরের নদী-তীরবর্তী এলাকায় টানা প্রায় দুসপ্তাহ ধরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। বানের পানিতে ভেসে গেছে সব্জিক্ষেত ও আমন বীজতলাসহ পাটের জমি। ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর দিন কাটছে এখন চরম দুশ্চিন্তায়।
দুটো পয়সা ঘরে তোলার আশায় জামালপুরের কৃষক তাদের জমিতে আবাদ করেছিল পাট, সব্জি, আউশ ধান। সেই সাথে রোপন করা হয়েছিল আমনের বীজতলা। কিন্তু দুসপ্তাহের বন্যার পানিতে ভেসে গেছে সবই। কৃষি বিভাগের মতে, এবারের বন্যায় ১১ হাজার ৫শ ২৪ হেক্টর জমির ফলস পানিতে ডুবে যায়। যার ক্ষতির পরিমান ১শ ৩৮ কোটি ৫০ লাখ টাকা। যার মধ্যে আউস ধান, রোপা আমন,সজবী ক্ষেত, বীজতলা, পাট ও অন্য জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এদিকে পানি নামার পর ফসলের ক্ষেত দুঃশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে কৃষকেরা।
নতুন করে আমনসহ ফসল রোপণ করবে সেই সামর্থ্যও নেই বন্যায় বিনষ্ট হওয়া ফসলের। এ জন্য সরকারী সহায়তা চেয়েছে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকেরা । বন্যার ফসলের ব্যাপক ক্ষতির কথা স্বীকার করে জেলা কৃষি সম্প্রসারনের কর্মকর্তা বলেছেন, ক্ষয়-ক্ষতি নিরূপণের কাজ চলছে। এবারের বন্যায় এই বিপুল পরিমাণ ক্ষতি কাটিয়ে কৃষক যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সরকারীভাবে জরুরী পূনর্বাসনের উদ্যোগ নেয়া হবে এমনটাই প্রত্যাশা সবার।