নগরজুড়ে কঠোর অবস্থানে রয়েছে সেনা-বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী

- আপডেট সময় : ১০:৫০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
- / ১৭০০ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে কঠোর অবস্থানে রয়েছে সেনা-বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এখনও দেশের বিভিন্ন জেলায় কারফিউ চলমান রয়েছে। প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। তবে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও এলাকা কারফিউয়ের আওতায় থাকবে। তবে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর বিকেল ৫টা থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরসহ চার জেলায় ফের শুরু হবে কারফিউ।সবচেয়ে বেশি সময় ধরে কারফিউ শিথিল থাকবে রংপুর ও বরিশালে। বরিশাল ও রংপুরে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১৫ ঘণ্টা সেখানে কারফিউ শিথিল থাকবে।এছাড়া চট্টগ্রামে সকাল ৬টা থেকে রাত ৮টা, রাজশাহীতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং সিলেটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে ।এদিকে, সহিংসতার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে নগরজীবন।