কর্মহীন হয়ে পড়েছে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের দোকান মালিক ও কর্মচারীরা
- আপডেট সময় : ১১:০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / ১৬৩১ বার পড়া হয়েছে
কর্মহীন হয়ে পড়েছে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক প্রায় হাজার খানেক দোকান মালিক ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের কারণে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী চলে যাওয়ায় এখন নীরব ক্যাম্পাস। ক্রেতা না থাকায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে অধিকাংশ দোকান বন্ধ। এতে লোকসানে ব্যবসায়ীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সরকার নির্দেশ দিলেই খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়।
কিছুদিন আগেও শিক্ষার্থীদের পদচারনায় প্রাণ চঞ্চলতা থাকলেও এখন সুনসান নীরবতা ময়মনসিংহে ১২শ একর জায়গার উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের কারনে বেকার হয়ে পড়েছেন ক্যাম্পাসে প্রায় একহাজার দোকানীরা। শিক্ষার্থী কেন্দ্রিক হওয়ায় ক্রেতার অভাবে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। দোকান কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, বেকারী পন্য ও কাঁচামাল নষ্ট সহ লোকসানের আশংকা করছেন ব্যবসায়ীরা।
শুধু ব্যবসায়ীরা নন, যাত্রী না থাকায় অলস সময় পাড় করছেন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত চলাচলকারী রিক্সা, অটোরিকশার চালকরা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রয়েছে। সরকারের নির্দেশে খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে ১৭ জুলাই সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।